binary trader

Binary Tarader Mamun

Tuesday, June 11

স্পেনে লা পালমা দ্বীপ আগ্নেয়গিরির ভয়ঙ্কর রূপ দেখছে



এবার আটলান্টিক মহাসাগরে পড়ছে উত্তপ্ত লাভা পরিবেশ দূষণের পর এবার সমুদ্রের ছড়িয়েছে দূষণ। 

 11 দিন পেরিয়ে গেলেও স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত নিয়ন্ত্রণে আসার নাম নেই। ক্রমে  ভয়াবহ হচ্ছে পরিস্থিতি বিশেষজ্ঞরা বলছেন।

মহাসাগরে লাভা পড়লে রাসায়নিক বিক্রিয়ার ফলে মানুষের চোখে জ্বালাপোড়া হয়।
 এমনকি শ্বাসকষ্ট দেখা দেয় | ফুটন্ত লাভা সমুদ্রে গিয়ে পড়ায় সামুদ্রিক প্রাণীদের ও মারাত্মক ক্ষতি হচ্ছে।
 স্পেনের লাপাল্মা  আগ্নেয়গিরি থেকে উদগীরণে গোটা এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে ।

থেকে রক্ষা পেতে উপকূলের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ | 
পাশাপাশি তাদের বাড়ি ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছে  | 
গেলো  ১৯ এ সেপ্টেম্বর  স্থানীয় সময় বিকেল কেলিলিওন  অঞ্চলের লা পাল্মা দীপের ভেজা আগ্নেয়গিরি তে ভয়াবহ বিস্ফোরণ হয়।
এরপর পরই শুরু হয় লাভা | 
উদগীরণ এর আগে আগ্নেয়গিরিতে 971 সালে সবশেষ উদগীরণ হয়েছে |  

No comments:

Post a Comment

Don''t share any Link